টাঙ্গাইল জেলাস্থ ভূঞাপুর উপজেলা সদরে অবস্থিত নারী শিক্ষার একমাত্র শিক্ষাপীঠ অজপাড়া গাঁয়ের নারীদের শিক্ষায় আলোকিত করার মানষে পাকভারত উপমহাদেশের প্রথম মুসলিম বাঙ্গালী প্রিন্সিপাল- ‘প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ’ এলাকার জনগণকে সাথে নিয়ে ছনের দোচালা একটি গৃহে প্রথম শ্রেণীপাঠদান কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করেন।
বিদ্যালয়টি ২.৯৫ একর জমির উপর প্রাচীর ঘেরা অপ্রতুল অবকাঠামো ও অপর্যাপ্ত জনবল নিয়ে এসএসসি এবং জুনিয়র স্কলারশীপ/জেএসসি পরীক্ষায় সন্তোষজনক ফল অর্জন করে চলছে।
Explore More